দক্ষিণ চীন সাগর বিষয়ে ফিলিপিন্সের মামলা চীনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করেছে: চীনা মুখপাত্র
2024-06-17 19:06:40

জুন ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের সঙ্গে জড়িত একটি মহাদেশীয় সীমানা সংক্রান্ত মামলা একতরফা দাখিল করেছে। এটা চীনের সার্বভৌম অধিকার ও এখতিয়ার লঙ্ঘন করেছে, সাগর আইন সম্পর্কিত জাতিসংঘ কনভেনশনসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণবিধি লঙ্ঘন করেছে।

 

উল্লেখ্য, ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে জানায় যে, ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের মহাদেশীয় শেলফের সীমাবদ্ধতার বিষয়টি সংশ্লিষ্ট কমিশনের কাছে জমা দিয়েছে এবং সমুদ্র আইনের উপর জাতিসংঘ কনভেনশন অনুসারে এতদাঞ্চলের প্রাকৃতিক সম্পদ বিকাশের একচেটিয়া অধিকার খোঁজার চেষ্টা করবে।

 

এ বিষয়ে চীনা মুখপাত্র লিন চিয়েন বলেন, চীন প্রাসঙ্গিক প্রবণতা লক্ষ্য করেছে এবং প্রাসঙ্গিক সুনির্দিষ্ট তথ্যের খোঁজখবর নিচ্ছে। এটি উল্লেখ করা উচিত যে, দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপিন্সের আঞ্চলিক সমস্যা এবং সামুদ্রিক সীমানা নিয়ে বিরোধ রয়েছে। সংশ্লিষ্ট কমিশনের নিয়ম অনুসারে, ফিলিপিন্সের সীমানা সংক্রান্ত মামলায় বিতর্কিত বিষয় বা জালিয়াতি থাকলে কমিশন তা পর্যালোচনা ও সীমানা নির্ধারণ করতে পারে না।

লিলি/তৌহিদ/স্বর্ণা