চীনের পণ্যবাণিজ্য স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে
2024-06-14 18:03:39

জুন ১৪: চীনের পণ্যবাণিজ্য স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। গত মে মাসের প্রবৃদ্ধি ছিল প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ; ইলেকট্রনিক্স, আসবাবপত্র, ও ইলেক্ট্রোমেকানিক্যাল পণ্যের বাজারও ছিল চাঙ্গা। চীনা বাণিজ্য মন্ত্রণালয় আজ (শুক্রবার) এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে সেলফোন, নোটবুক কম্পিউটারের বিশ্বব্যাপী চালান যথাক্রমে প্রায় ১০ ও ৪ শতাংশ বৃদ্ধি পায়। আর চলতি বছরের মে মাসে চীনের ইন্টিগ্রেটেড সার্কিট রফতানি ও আমদানি যথাক্রমে ৩৪.৮ ও ২২ শতাংশ বৃদ্ধি পায়।

এদিকে, চীনের অটোমোবাইল ও জাহাজ শিল্পে গত মে মাসে রফতানি বেড়েছে যথাক্রমে ২০.৩ ও ৬৭.৭ শতাংশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্যে ইয়া তুং বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনা বৈদেশিক বাণিজ্যের অবস্থা আরও জটিল হবে। বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রাখতে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে নতুন চালিকাশক্তি যোগানো হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)