ইন্দোনেশিয়ার সমন্বয়মন্ত্রী এবং ওয়াং ই’র মধ্যে বৈঠক
2024-06-14 11:32:08

জুন ১৪: ইন্দোনেশিয়ার চীন সহযোগিতা বিষয়ক নেতা, সমন্বয়মন্ত্রী লুহুত বিনসর পাণ্ডজায়ান এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় বৈদেশিক কার্যালয়ের পরিচালক ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) চীনের চিলিন প্রদেশে এক বৈঠকে মিলিত হন।  

 

বৈঠককালে ওয়াং ই বলেন, আগামি বছর চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকীকে কেন্দ্র করে  দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উন্নয়নের সুযোগ পেয়েছে।

তিনি বলেন, দু’দেশ দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সংলাপ ও সহযোগিতা ব্যবস্থার মাধ্যমে যৌথভাবে বিভিন্ন খাতের কৌশলগত সহযোগিতা গভীরতর করবে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে উচ্চপর্যায়ের আস্থা গড়ে তুলবে,যাতে সার্বিক ও সহযোগী উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করা যায়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দু’দেশের উচ্চপর্যায়ের আদান-প্রদান ও পারস্পরিক আস্থা জোরদার, গুণগতমানসম্পন্ন ‘বেল্ট অ্যান্ড রোড’উদ্যোগ বাস্তবায়ন এবং আঞ্চলিক বহুমুখী অর্থনৈতিক করিডর ও শিল্পপার্ক প্রকল্প চালু,ডিজিটাল অর্থনীতি, পরিচ্ছন্ন জ্বালানি সম্পদ ও গণজীবিকার উন্নয়নসহ বিভিন্ন সহযোগিতা সম্প্রসারণ করা হবে।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে প্রেসিডেন্ট জোকো উইদোদোর শুভেচ্ছা জানিয়ে লুহুত বলেন,চীনের সঙ্গে সম্পর্কের ওপর উচ্চপর্যায়ের গুরুত্ব দেয় তাঁর দেশ এবং দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে,যাতে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করা যায়। তিনি আরও বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’উদ্যোগের কাঠামোতে ‘জাকার্তা-বান্দুং হাই স্পিড রেল’ব্যবস্থাপনা এবং চীনের সঙ্গে সমুদ্র ও মৎস্যসহ বিভিন্ন খাতের সহযোগিতা করতে চায় ইন্দোনেশিয়া।(সুবর্ণা/শান্তা/রুবি)