মালদ্বীপের প্রেসিডেন্ট ও সিপিপিসিসি’র ভাইস চেয়ারম্যানের বৈঠক
2024-06-14 11:16:33

জুন ১৪:  মালদ্বীপ সফররত চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন(সিপিপিসিসির)ভাইস চেয়ারম্যান বার্টেল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট  মোহামেদ মুইজ গতকাল(বৃহস্পতিবার)মালেতে এক বৈঠকে মিলিত হন।

 

বৈঠককালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে মুইজকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্টেল বলেন, চীন ও মালদ্বীপ ঐতিহ্যবাহী সুপ্রতিবেশী দেশ এবং মালের সঙ্গে সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দেয় বেইজিং। তিনি বলেন, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করে চীন-মালদ্বীপ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক উন্নত করবে এবং দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গঠন করবে চীন। চীনের গোটা প্রক্রিয়ায় জনতার গণতন্ত্র ও সিপিপিসিসির সংশ্লিষ্ট কার্যক্রমের পরিচয় তুলে ধরেন তিনি।

প্রেসিডেন্ট সিকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে মুইজ বলেন, মালদ্বীপের অর্থনীতি ও সমাজের উন্নয়নে চীনের দীর্ঘকালীন সমর্থনের প্রতি তাঁর দেশ কৃতজ্ঞ। তিনি আরও জানান দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে মালদ্বীপ এবং চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’উদ্যোগ ও বিভিন্ন খাতের  সহযোগিতা বাস্তবায়নে চেষ্টা করবে।(সুবর্ণা/শান্তা/রুবি)