ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
2024-06-14 17:59:50

জুন ১৪: নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল আজ (শুক্রবার) ওয়েলিংটনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে অকল্যান্ড চেম্বার অফ কমার্স ও নিউজিল্যান্ড-চীন বাণিজ্যিক সমিতিসহ প্রায় ২০টি চেম্বার অফ কমার্স ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার অংশগ্রহণ করেন।

বৈঠকে চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন উচ্চমানের উন্নয়নের ভিত্তিতে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে সামনে এগিয়ে যাচ্ছে। চীনা অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন বিশ্বের উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে; ভোগ-বাজার চাঙ্গা করছে। ভালো মানের পণ্যের প্রতি চীনা মানুষের আগ্রহও দিন দিন বাড়ছে।

তিনি বলেন, নতুন জ্বালানিসম্পদ, তথ্যপ্রযুক্তি, ও বায়োমেডিসিনসহ বিভিন্ন নতুন শিল্পে আরও বেশি সুযোগ সৃষ্টি হবে; পরিবেষা বাণিজ্য ও অন্তঃদেশীয় ই-কমার্স সহযোগিতায় নতুন চালিকাশক্তি যুক্ত হবে। নিউজিল্যান্ডের প্রতিষ্ঠানগুলোর নতুন সুযোগ ধরে আরও উন্নত হবার সুযোগ আছে।

তিনি আরও বলেন, চীন বরাবরই নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্য নিজেকে আরও উন্মুক্ত করবে। চীনে একটি আইনানুগ ও শ্রেষ্ঠ বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলার প্রক্রিয়া চলছে। বিদেশী প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগের জন্য আরও বেশি সমর্থন ও সুবিধা দেওয়া হবে।

বৈঠকে নিউজিল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, চীনের উন্নয়ন তাঁদের জন্য বিরাট সুযোগস্বরূপ। নিউজিল্যান্ডের শিল্প ও বাণিজ্য মহল দু’দেশের সম্পর্ক উন্নয়নের সমর্থক এবং চীনের সাতে সহযোগিতা জোরদারে ইচ্ছুক; তাঁরা চীনা জনগণকে উচ্চমানের পণ্য ও সেবা সরবরাহ করতে চান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)