দর্শকের সামনে ফু বাওর মজার কাণ্ড
2024-06-12 18:33:02

জুন ১২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণকারী জায়ান্ট পান্ডা ফু বাও বুধবার সকালে প্রথমবারের মতো সিছুয়ানে দর্শকদের সামনে এসেছে। সিছুয়ানের উলংয়ে চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা (সিসিআরসিজিপি) প্রতিষ্ঠানে এপ্রিলের শুরুতে পৌছায় ফু বাও। দুই মাসের পর্যবেক্ষণ, কোয়ারেন্টিন এবং অভিযোজনের পর দর্শকদের সামনে আসার অনুমতি পায় ফু বাও।

এখন থেকে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শকের সামনে পাঁচ মিনিটের জন্য আসবে ফু বাও। প্রথমদিন ফু বাওকে দেখা যায় মজার ভঙ্গীতে চলাফেরা করতে এবং আয়েশ করে খাবার খেতে। ফু বাওর আয়েশী ভঙ্গী দর্শকরা খুব উপভোগ করেন।

১৯৯৬ সাল থেকে, (সিসিআরসিজিপি) জায়ান্ট পান্ডা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিময়ে নিযুক্ত রয়েছে।  মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো দেশের সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে এবং সফলভাবে ৩১টি দৈত্যাকার পান্ডা শাবকের প্রজনন করেছে। এর মধ্যে ২৩ জন চীনে ফিরেছে। এখন পর্যন্ত, কেন্দ্র থেকে ৩২টি পান্ডা বিদেশে বসবাস করেছে।

 

শান্তা/শুভ