পাঁচ মাসে চীনের সাড়ে ১৭ ট্রিলিয়ন ইউয়ানের বৈদেশিক বাণিজ্য
2024-06-10 16:18:18

জুন ১০: চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীন সাড়ে ১৭ ট্রিলিয়ন ইউয়ানের আমদানি ও রফতানি বাণিজ্য করেছে। এর মধ্যে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আমদানি-রফতানির পরিমাণ ছিল ৯.৫৮ ট্রিলিয়ন ইউয়ান, যা দেশটির মোট বৈদেশিক বাণিজ্যের ৫৪.৭ শতাংশ। সম্প্রতি, চীনের সাধারণ শুল্ক প্রশাসন এ তথ্য জানায়।

প্রশাসন জানায়, বৈদেশিক বাণিজ্যে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবদান ভবিষ্যতে আরও বাড়বে। তা ছাড়া, এশিয়া, ইউরোপ ও আমেরিকায় চীনা পণ্যের চাহিদা ও রফতানি ক্রমশ বাড়ছে।

প্রশাসন আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক অংশীদারের সংখ্যাও বেড়েছে।  বছরের প্রথম প্রান্তিকে আসিয়ান, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকায় চীনের বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আমদানি-রফতানি বেড়েছে যথাক্রমে ১০.৯, ২০.২ ও ১২.৮ শতাংশ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)