ইউরোপীয় গাড়িবাজারকে বিচ্ছিন্ন করার বিরুদ্ধে জার্মান চ্যান্সেলর
2024-06-09 16:08:22

জুন ৯: রাসেলশেইমে ওপেল কার কোম্পানি প্রতিষ্ঠার ১২৫তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে,  জার্মান চ্যান্সেলর ওলাফ শোল্‌জ বলেছেন, তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইউরোপীয় গাড়িবাজারকে বিচ্ছিন্ন করার বিরোধী।

তিনি বলেন, “আমরা বিদেশী কোম্পানিগুলোর জন্য আমাদের বাজার বন্ধ করব না। কারণ, আমরা চাই না যে, আমাদের কোম্পানিগুলোর সাথে বিদেশী বাজারেও একই রকম আচরণ করা হোক।”

উল্লেখ্য, ইউরোপীয় কমিশন গত বছরের অক্টোবরে চীনা বৈদ্যুতিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। কমিশন চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে, জার্মানির পরিবহনমন্ত্রী ও অর্থমন্ত্রী আলাদাভাবে বলেছেন, চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর শুল্ক আরোপ ইউরোপে সংশ্লিষ্ট শিল্পের বিকাশে সহায়ক হবে না। এতে কেবল জার্মান কোম্পানি, জার্মান অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতাসহ আন্তর্জাতিক বাণিজ্যিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)