চীনে ব্যক্তিগত পেনশন ব্যবস্থায় ৬ কোটি মানুষ
2024-06-08 16:44:14

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২২ সালের শেষের দিকে চীনে ব্যক্তিগত পেনশন ব্যবস্থা চালু হওয়ার পর এখন পর্যন্ত ৬ কোটিরও বেশি মানুষ এতে হিসাব খুলেছে। সম্প্রতি চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যে এ খবর জানা গেছে।

২০২২ সালের নভেম্বরে বেইজিং, শাংহাই, কুয়াংচৌ, সি’আন এবং ছেংতুসহ ৩৬টি পাইলট শহর এবং অঞ্চলে নাগরিকদের জন্য সরকার-সমর্থিত বাজার-ভিত্তিক পেনশন ব্যবস্থা চালু হয়।

এ প্রক্রিয়ায় চীনা নাগরিকরা ব্যক্তিগত পেনশন অ্যাকাউন্টে বছরে ১২ হাজার ইউয়ান (প্রায় ১৬৮৭ ডলার) পর্যন্ত জমা রাখতে পারেন এবং এর বিনিময়ে বৃদ্ধ বয়সে পাবেন নির্দিষ্ট কিছু আর্থিক সেবা।

চীনে এখন বেসরকারি পেনশন ব্যবস্থার জন্য ৭৬২টি বিশেষ সেবামূলক পণ্য রয়েছে। এর মধ্যে ৪৬৫টি সঞ্চয়, ১৯২টি তহবিল, ৮২টি বীমা ও ২৩টি সম্পদ ব্যবস্থাপনা পণ্য রয়েছে।

তথ্যে আরও জানা গেছে, এ ধরনের পেনশন স্কিমে চীনের ৩১ থেকে ৪০ বছর বয়সী উচ্চ আয়ের জনগোষ্ঠী বেশি আগ্রহ দেখিয়েছে।

 

ফয়সল/শুভ

তথ্য: সিনহুয়া ছবি: সিজিটিএন