সি চিন পিং এর সঙ্গে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
2024-06-07 21:11:35

জুন ৭: আজ (শুক্রবার) বিকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সফররত ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিন বৈঠক করেছেন। 


বৈঠকে সি চিন পিং বলেছেন, চীন ও ব্রাজিল ভাল বন্ধু ও ভাল অংশীদার দেশ। গত বছরের এপ্রিল মাসে, প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে সি বলেন, নতুন যুগে একযোগে দু’দেশের সম্পর্কের নতুন ভবিষ্যৎ সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে দু’দেশের কৌশলগত আস্থা অব্যাহতভাবে জোরদার হচ্ছে এবং বাস্তব সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে।


সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। চীন ও ব্রাজিল উন্নয়নশীল বড় দেশ ও গুরুত্বপূর্ণ নতুন বাজার দেশ হিসেবে, দু’দেশের ব্যাপক অভিন্ন কৌশলগত স্বার্থ রয়েছে, উন্নয়নশীল দেশের একতা ও সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নেওয়ার জন্য দু’দেশের সম্পর্ক মডেল হিসেবে ভূমিকা রাখছে। দু’দেশের উচিত অব্যাহত ও ঘনিষ্ঠভাবে কৌশলগত সমন্বয় জোরদার করা এবং দু’দেশের বন্ধুত্ব উন্নত করা।

 

তিনি আরও বলেন, চীন ব্রাজিলের সঙ্গে একযোগে ঐতিহ্যবাহী খাতে সহযোগিতা মজবুত করা এবং সবুজ অর্থনীতি, ডিজিটাল অর্থনীতি ও উদ্ভাবনসহ নতুন খাতে সহযোগিতা বাড়াতে চায়। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, দু’দেশ সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, যুবসহ নানা খাতে বিনিময় ও সহযোগিতা জোরদার করবে।


এ বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন। 


(আকাশ/তৌহিদ/ফেইফেই)