বন্যা পর্যবেক্ষণ এবং পূর্বাভাস উন্নত করার ব্যবস্থা গ্রহণ করেছে চীন
2024-06-05 14:24:47

জুন ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পানিসম্পদ মন্ত্রী লি কুয়োইং মঙ্গলবার দেশের বন্যা পর্যবেক্ষণ ও পূর্বাভাস কাজের সময়োপযোগিতা ও নির্ভুলতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের রূপরেখা দিয়েছেন।

একটি কর্মশালায় মন্ত্রী বলেন, "শীর্ষ দুটি অগ্রাধিকার হল আধুনিক হাইড্রোলজিক্যাল সেন্সিং এবং মনিটরিং ডিভাইসগুলোর কর্মক্ষমতা উন্নত করা এবং রেকর্ড করা ডেটা বিশ্লেষণ করার জন্য গাণিতিক মডেলগুলো তৈরি করা”।

লি বলেন, জলবায়ু সংক্রান্ত উপগ্রহ এবং রাডার, বৃষ্টিপাত পরিমাপক স্থান এবং হাইড্রোলজিক্যাল স্টেশনগুলোকে একীভূত করে এমন একটি ব্যাপক বন্যা পর্যবেক্ষণ এবং পূর্বাভাস প্রক্রিয়া স্থাপনের উপর প্রচেষ্টার ফোকাস করা উচিত।”

লি আগাম সতর্কতা জারি করা, জরুরী পরিকল্পনা প্রণয়ন এবং জরুরী প্রতিক্রিয়া কাজ উন্নত করার জরুরী প্রয়োজনের উপর জোর দিয়েছেন।

শান্তা/মিম