বাংলাদেশে তিস্তার পানি বিপৎসীমার ওপর
2024-06-21 17:16:07

জুন ২১, সিএমজি বাংলা ডেস্ক: বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বাড়ছে তিস্তা নদীর পানি। শুক্রবার সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

সিলেট জেলার কিছু এলাকায় পানি কমার খবর পাওয়া গেলেও সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গাইবান্ধায় বাড়ছে তিস্তার পানি।

হবিগঞ্জের বেশ কিছু গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। তবে খোয়াই নদীর পানি কমতে শুরু করায় শহরের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

অন্যদিকে নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ।

ফয়সল/শান্তা