গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড সম্মেলনে যোগ দেবে চীন
2024-06-21 16:05:31

জুন ২১, সিএমজি বাংলা ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় ২৬ থেকে ২৮ জুন অনুষ্ঠিতব্য বাণিজ্যের জন্য সহায়তা শীর্ষক আসন্ন গ্লোবাল রিভিউতে অংশ নেবে চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতং এ তথ্য জানান।

মুখপাত্র জানান, ‘মেইনস্ট্রিমিং ট্রেড’ থিমের অধীনে সম্মেলনটি জেনেভায় ডাব্লিউটিও-এর সদর দফতরে অনুষ্ঠিত হবে। খাদ্য নিরাপত্তা, ডিজিটাল সংযোগ এবং বাণিজ্যের ভূমিকা বাড়ানো; এ তিন বিষয়ে ফোকাস করা হবে এতে।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বাড়াতেও বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের ইভেন্টে থাকবে চীন।

গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড সম্মেলনটির উদ্বোধনী অধিবেশনে খাদ্য সুরক্ষা নিয়ে একটি উপ-সেশন করারও পরিকল্পনা রয়েছে চীনের।

অধিবেশনে ধান ও মাশরুম চাষ প্রযুক্তিতে চীনের বৈদেশিক সাহায্য প্রকল্পের উদাহরণ তুলে ধরা হবে, যা অন্যান্য উন্নয়নশীল দেশে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের প্রচেষ্টা তুলে ধরবে বলে জানান হ্য ইয়াতং।

ফয়সল/শান্তা