'উইমেন ইন টেক’ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি নারীদের পুরস্কৃত করলো হুয়াওয়েই
2024-06-05 14:23:12

জুন ৪, সিএমজি বাংলা ডেস্ক: আইসিটি খাতে প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করে ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতা। বাংলাদেশে এই প্রতিযোগিতার কৌশলগত সহযোগী ইউনেস্কো।

গত এক বছর ধরে মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়ার পর মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হুয়াওয়েই আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিজয়ীদের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৩ লাখ টাকা, প্রথম রানার আপ ২ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ ১ লাখ টাকা পেয়েছেন। পাশাপাশি চীনে হুয়াওয়েইর সদর দপ্তর ভ্রমণ এবং প্রতিষ্ঠানটির থেকে কারিগরি সহায়তা, নীতিনির্ধারণী ও বিনিয়োগকারীদের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেয়েছেন বিজয়ীরা।

এর আগে হুয়াওয়েই বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিও চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সফল এক নারী উদ্যোক্তার উদাহরণ টেনে বলেন, “তৃষনা দিও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে  সফল হয়েছেন। আমরা শুধু তাদের সফলতার গল্প শুনি। কিন্তু এর পেছনে থাকে অনেক গল্প। তবে এটাই ডিজিটাল বাংলাদেশের সফলতা। আপনি এখন অনলাইনের মাধ্যমেও যে কোনও স্থান থেকে টাকা আয় করতে পারবেন। ধর্ম, বয়স যাই হোক না কেন।"

এ সময় তিনি চীন সরকারের সহযোগিতার প্রশংসা করে বলেন, চীনের কারণে এবং চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েইর কারণে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “এখানে এসে আমি আনন্দিত। এই প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদের শুভেচ্ছা জানাই। ভাবিষ্যতে এই নারীরাই দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখবেন। দেশের জন্য কাজ করবেন।"

তিনি আরও বলেন, "চীন-বাংলাদেশ একে অপরের বিশ্বস্ত সহযোগী ও বন্ধু। দুদেশ এক সঙ্গে কাজ করছে। চীন বাংলাদেশর ভিশন ৪১ বাস্তবায়নেও ভূমিকা রাখছে।"

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জারা জাবিন মাহবুব এবং হুয়াওয়েই দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়েই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যান চুনফেং, ইউনেস্কো ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজান ভাইজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

‘টেক ফর হার, টেক বাই হার, টেক উইথ হার’ এই থিম নিয়ে ২০২০ সালে বিশ্বব্যাপী হুয়াওয়েই ‘উইমেন ইন টেক’ প্রোগ্রামটি চালু করে। ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতায় আইসিটি এবং স্টেম বিষয়ে অধ্যয়নরত এবং বিগত দুই বছরের মধ্যে স্নাতক পর্ব শেষ করেছেন এমন ছাত্রী ও নারীরা অংশগ্রহণ করতে পারেন। আবেদনকারীদের প্রতি পাঁচজন মিলে একটি দলে ভাগ করা হয়। এরপর প্রতিটি দল ৩ মাস সময়ে একটি প্রকল্প জমা দিতে হয়। প্রতিযোগিতার শীর্ষ ৫০ জন নারী আবেদনকারী ৮ দিনের একটি বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ের ওপর পরীক্ষা, উপস্থাপনা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা

প্রতিবেদন: শুভ আনোয়ার

সম্পাদনা: শান্তা মারিয়া