২১তম শাংরি-লা সংলাপে তাইওয়ান ইস্যু নিয়ে কথা বলেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী তং চুন
2024-06-02 18:09:37

জুন ২: আজ (রোববার) ২১তম শাংরি-লা সংলাপে মূল বক্তৃতা দেওয়ার পরে, চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন তাইওয়ান ইস্যুতে প্রশ্নের উত্তর দেন। তিনি উল্লেখ করেছেন যে, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের মৌলিক বিষয়। কিছু দেশ ক্রমাগত এক-চীন নীতি লঙ্ঘন করছে, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনের তথ্য বিকৃত করছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দৃঢ় প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ক্রমাগত রেড লাইন অতিক্রম করছে। যেমন- আনুষ্ঠানিক বিনিময়ের অনুমতি না দেওয়া এবং তাইওয়ানে অস্ত্র বিক্রি করা।

তং চুন জোর দিয়ে বলেন, একটি বড় দেশ হিসাবে চীনকে অবশ্যই জাতীয় ঐক্য অর্জন করতে হবে এবং অবশ্যই একীকরণ করতে হবে। তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শান্তিপূর্ণ একীকরণের পথে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

চীনা প্রতিরক্ষামন্ত্রী "তাইওয়ানের স্বাধীনতা" বাহিনী এবং "তাইওয়ানের স্বাধীনতার" উপাদানকে "বিচ্ছিন্নতা বিরোধী আইনের" কিছু আইনগত সীমানা স্পর্শ না-করার পরামর্শ দেন। "তাইওয়ানের স্বাধীনতায়" জড়িত হওয়া আত্মহত্যার মতো বিষয় বলে উল্লেখ করেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/ফেই)