চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল বৈঠক করেছেন
2024-06-01 19:29:50

জুন ১: যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করছেন। মার্কিন সময় বৃহস্পতিবার সকালে মা চাওসু ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেলের সাথে বৈঠক করেছেন। চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে উভয় পক্ষই আন্তরিক ও গভীর মতবিনিময় করেছে। বৈঠকটি ছিল গঠনমূলক।

মা বলেছেন, চীন-মার্কিন সম্পর্ক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। গত নভেম্বরে সান ফ্রান্সিসকোতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে যে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছিল, তা বাস্তবায়ন করা এবং চীন-মার্কিন সম্পর্ককে আরও স্থিতিশীল করা এবং উন্নত করা দু’দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশা। তাইওয়ান ইস্যুটি চীন-মার্কিন সম্পর্কের প্রথম অনতিক্রম্য সীমারেখা, এবং এটি দু’দেশের সম্পর্কের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু। যুক্তরাষ্ট্র যদি সত্যিই তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতার আশা করে, তবে তার উচিত এক-চীন নীতি, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যৌথ ইস্তাহার মেনে চলা এবং "তাইওয়ানের স্বাধীনতায়" সমর্থন না-করার প্রতিশ্রুতি রক্ষা করা।

তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক রাজনীতি বন্ধ করা, চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বাতিল করা এবং চীনা কোম্পানির উপর থেকে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তিনি দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থান নিয়ে বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আঞ্চলিক দেশ এবং সব পক্ষের সাধারণ স্বার্থের বিষয়।

দুই পক্ষ ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং কোরীয় উপদ্বীপের মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়েও আলোচনা করেছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)