চীন পাকিস্তান ভাইয়ের মতো ঘনিষ্ঠ: পাক প্রধানমন্ত্রী
2024-06-01 22:51:57


জুন ১: চীনের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৪ থেকে ৮ জুন চীন সফর করবেন। পাক সময় শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ভবনে তিনি চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। 


এবারের চীন সফর নিয়ে তিনি প্রত্যাশার কথা বলেছেন। তিনি জানান, চীন ও পাকিস্তান ভাইয়ের মত ঘনিষ্ঠ, দু’দেশের বন্ধুত্ব মজবুত, তা কোনোভাবেই ভাঙবে না। পাশাপাশি, দু’পক্ষের মনও পরস্পরের সঙ্গে সংযুক্ত। এ সফরের মাধ্যমে, দু’পক্ষের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংলাপ ও বিনিময় এগিয়ে যাবে এবং একযোগে চীন-পাক অর্থনৈতিক করিডোর আরও উচ্চমানে উন্নত করা হবে বলেও তিনি আশা করেন। 


তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত বিশ্বের উন্নয়ন উদ্যোগ, বিশ্বের নিরাপত্তা উদ্যোগ ও বিশ্ব সভ্যতা উদ্যোগকে পাকিস্তান অনুসরণ ও বাস্তবায়নের চেষ্টা করছে। এই ৩টা বৈশ্বিক উদ্যোগকে সমর্থন দেওয়া প্রথম দফার দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান। এসব বাস্তবায়নে পাকিস্তান অবশ্যই অবদান রাখতে চায়। তিনি আরও জানান, এসব উদ্যোগ বিশ্বকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি দিতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)