যুক্তরাষ্ট্রের তথাকথিত "ইন্দো-প্যাসিফিক কৌশল" আধিপত্য বজায়ের লক্ষ্যে বিভাজন করে ও স্থিতিশীলতা দুর্বল করে
2024-06-01 19:31:57

জুন ১: আজ (শুক্রবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল শাংরিলা সংলাপের সময় একটি প্রেস কনফারেন্স আয়োজন করেছে, সেন্ট্রাল মিলিটারি কমিশনের জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অফ স্টাফ জিং চিয়ান ফেং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সমর্থিত তথাকথিত "ইন্দো-প্যাসিফিক কৌশলের" সমালোচনা করেছেন।

জিং বলেন, মার্কিন "ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি" মূলত বিভাজন, যুদ্ধ ‌ও দ্বন্দ্ব সৃষ্টি এবং স্থিতিশীলতা দুর্বল করার একটি কৌশল। যুক্তরাষ্ট্রের সমর্থিত তথাকথিত অংশীদারিত্বগুলি আসলে ছোট বৃত্ত- যা মার্কিন স্বার্থকে প্রথমে রাখে। এই মার্কিন-সৃষ্ট চক্রগুলি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে, অন্য দেশগুলোকে পক্ষ বেছে নিতে বাধ্য করেছে এবং ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ জোরদার করেছে। যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ঝুঁকি বাড়িয়েছে এবং ধ্বংসাত্মক হয়ে উঠেছে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)