এক রকেটে পাঁচ উপগ্রহ উত্ক্ষেপণ করেছে চীন
2024-05-31 16:37:56


মে ৩১: আজ  (শুক্রবার) সকাল ৭টা ৩৯ মিনিটে, চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে, এক রকেটে পাঁচটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় চীন।

উত্ক্ষেপণের নির্দিষ্ট সময় পর, কৃত্রিম উপগ্রহগুলো মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

এই মিশনে সেরেস-১ বাণিজ্যিক পরিবাহক রকেট ব্যবহার করা হয়। এটি ছিল এই রকেট সিরিজের ১৩তম ফ্লাইট। (রুবি/আলিম/সুবর্ণা)