চিচিয়াং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সি চিন পিংয়ের জবাবি চিঠি
2024-05-31 19:15:44

মে ৩১: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) সিছুয়ান প্রদেশের নানচং শহরের জিয়ালিং জেলার চিচিয়াং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি জবাবি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাদের আন্তরিকভাবে উত্সাহিত করেন এবং তাদের ও সারা দেশের শিশুদের ছুটির শুভেচ্ছা জানান সি চিন পিং।

চিঠিতে সি বলেন, চিঠিটি পড়ার সঙ্গে সঙ্গে আমি ২০ বছর আগে তোমাদের স্কুলের ভিত্তি স্থাপনের দৃশ্যটি স্মরণ করেছি। আমি জেনে খুবই আনন্দিত যে স্কুলটি বছরের পর বছর ধরে উন্নত থেকে উন্নততর হচ্ছে, এবং শিক্ষার্থীরা পরিশ্রম করে অধ্যয়ন করে, শ্রমকে ভালোবাসে এবং সুস্থতা ও সুখে বেড়ে উঠছে।

চিঠিতে সি জোর দিয়ে বলেন, শিশুরা মাতৃভূমির ভবিষ্যত। আমাদের জন্মস্থানকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের দেশকে আধুনিক এবং শক্তিশালী সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলতে তোমাদের প্রজন্মকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা উচ্চ আকাঙ্খা লালন করবে, সময়ের মূল্য দেবে, নৈতিকতা, বুদ্ধিমত্তা, শারীরিক শিক্ষা, শিল্প ও শ্রমের ব্যাপক বিকাশের উপর জোর দেবে, নতুন যুগে ভাল যুবক হতে সচেষ্ট হবে, যারা দেশপ্রেমী এবং আত্মনির্ভরশীল। ভবিষ্যতে শক্তিশালী দেশ গড়ার এবং জাতিকে পুনরুজ্জীবিত করার মহান দায়িত্বের যোগ্য স্তম্ভে পরিণত হওয়ার চেষ্টা করবে।

উল্লেখ্য, চিচিয়াং প্রাথমিক বিদ্যালয়টি সিচুয়ান প্রদেশের নানছোং শহরের একটি পাহাড়ী এলাকার প্রাথমিক বিদ্যালয় ছিল। ২০০৪ সালে, চেচিয়াং প্রদেশের তৎকালীন সম্পাদক সি চিন পিংয়ের সমর্থনে স্কুলটি স্থানান্তরিত হয়। একই বছরের মে মাসে স্কুলটির ভিত্তি স্থাপন করেন তিনি। স্কুলটি আনুষ্ঠানিকভাবে ২০০৫ সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে স্কুলের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে স্কুলে ২৮৭ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি, স্কুলের পঞ্চম শ্রেনির সকল ছাত্রছাত্রী সি চিন পিংকে একটি চিঠি লিখে তাদের অধ্যয়ন এবং জীবনের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে। তারা প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নতুন যুগে ভাল যুবক হতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছে।

লিলি/হাশিম/স্বর্ণা)