কম্বোডিয়ার সঙ্গে যৌথভাবে আঞ্চলিক শান্তি রক্ষায় আশাবাদী চীন: ওয়াং ই
2024-05-25 15:51:06

মে ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন কম্বোডিয়ার সঙ্গে সমন্বয় জোরদার করার এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি রক্ষার আশা করছে বলে মন্তব্য করেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই । শুক্রবার বেইজিংয়ে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী সোক চেন্ডা সোফিয়ার সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বলেছেন, চীন পারস্পরিক উপকারী সহযোগিতা এগিয়ে নিতে এবং কম্বোডিয়ার সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নিতে প্রস্তুত।

তিনি বলেন, চীন শিল্প উন্নয়ন করিডোর এবং মাছ ও ধান করিডোর নির্মাণের অগ্রগতি এবং জল সংরক্ষণ প্রকল্পের সম্ভাবনা অন্বেষণ করতে ইচ্ছুক।

তিনি বলেন, উভয় পক্ষের উচিত চীন-কম্বোডিয়া পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার ২০২৪ এর সুবিধা নেওয়া যাতে চীন-কম্বোডিয়ার জনসাধারণের জন্য একটি অভিন্ন ভবিষ্যতের জন্য ভিত্তি স্থাপন করা যায়।

ওয়াং আরও বলেন, চীন কম্বোডিয়াসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাহ্যিক বাধার ঊর্ধ্বে উঠে আঞ্চলিক দেশগুলোর সাধারণ এবং বৈধ স্বার্থ রক্ষা করার জন্য উন্মুখ।

সোক চেন্দা সোফিয়া বলেন, কম্বোডিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং তার মূল স্বার্থ রক্ষায় চীনের প্রচেষ্টাকে সমর্থন করে।

তিনি আরও বলেন, কম্বোডিয়া চীনের সঙ্গে বাস্তবসম্মত সহযোগিতার জন্য প্রস্তুত এবং তার দেশ কম্বোডিয়ায় চীনা কোম্পানির বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে।

উভয় পক্ষই কৃষি, অবকাঠামো নির্মাণ, সংযোগ, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন।

তারা শিক্ষা, পর্যটন, যুব ও বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছেন।

শান্তা/ফয়সল