চীন ও জিসিসি’র দেশগুলোর শিল্প ও পুঁজি বিনিয়োগ ফোরাম আয়োজিত
2024-05-24 11:34:59

মে ২৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে চীন ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর শিল্প ও পুঁজি বিনিয়োগ ফোরামে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, চীনা উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে অভিনন্দনবার্তা পড়েন তিনি।

তিং বলেন, চীনা প্রেসিডেন্ট সি’র অভিনন্দনবার্তা থেকে বোঝা যায়, জিসিসি ফোরামের ওপর গুরুত্ব দেয় চীন সরকার। চীন ও জিসিসি’র সদস্যদেশের মধ্যে প্রায় দুই সহস্রাধিক বছরের আদান-প্রদানের ইতিহাস রয়েছে; তারা পরস্পরের ঘনিষ্ঠ ভাই, আন্তরিক বন্ধু এবং ভালো অংশীদার। দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হয়েছে, ঐক্যবদ্ধ সহযোগিতা, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের নতুন পথ অনুসন্ধান করেছে; যা নতুন আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টান্ত।

 

চীন ও জিসিসি’র দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে চারটি প্রস্তাব দেন তিনি। প্রথমত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং জিসিসি দেশগুলোর উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করা, সক্রিয়ভাবে বিভিন্ন খাতের সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা। দ্বিতীয়ত চীন ও জিসিসি’র মধ্যে ২০২৩ থেকে ২০২৭ সালের কার্যক্রম চালু করা, তেল ও গ্যাসসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি সম্পদ ও ডিজিটাল অর্থনীতিসহ নতুন খাতের সহযোগিতা বৃদ্ধি করা। তৃতীয়ত চীন ধাপে ধাপে বৈদেশিক উন্মুক্তকরণ ব্যবস্থা চালু করবে এবং চীনে জিসিসি’র সদস্যদেশগুলোর পুঁজি বিনিয়োগে আরো বেশি সুযোগসুবিধা দেবে, জিসিসিতে চীনা শিল্পপ্রতিষ্ঠানকে পুঁজি বিনিয়োগে একই সুবিধা দেওয়া প্রত্যাশা করে চীন। চতুর্থত, পারস্পরিক সমর্থন ও সহযোগিতার মাধ্যমে আরো সুশৃঙ্খল বিশ্বের বহুমেরুকরণ এবং সহনশীল অর্থনীতির বিশ্বায়ন বাস্তবায়ন করা হবে, যাতে যৌথভাবে বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব ও বৈশ্বিক সভ্যতা প্রস্তাব কার্যকর করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)