গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহে ১০০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ
2024-05-13 15:16:08

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: গ্রামাঞ্চলে নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ২০২৪ সালের মধ্যে ৯২ শতাংশ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে পাইপের মাধ্যমে পানি সরবরাহের পরিধি বৃদ্ধির লক্ষ্যে ১০০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগের পরিকল্পনা করছে চীন সরকার। সম্প্রতি দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের গ্রামীণ পানি সম্পদ ও জলবিদ্যুৎ বিভাগের উপ পরিচালক সু তেচি বলেন, ‘চলতি বছর গ্রামাঞ্চলে পানি সরবরাহ প্রকল্প নির্মাণে ১০০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে। ২০২৪ সালের শেষ নাগাদ দেশের গ্রামাঞ্চলে পাইপের মাধ্যমে পানি সরবরাহের হার ৯২ শতাংশে উন্নীত করা হবে।’

২০২০ সালে চীনের গ্রামীণ এলাকায় পাইপের মাধ্যমে পানি সরবরাহের হার ৮৩ শতাংশ ছিল, যা ২০২৩ সালে ৯০ শতাংশে উন্নীত হয়।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় চলতি বছর গ্রামাঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থা মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আরও ৪ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি