সাংস্কৃতিক বিনিময় বাড়াবে বাংলাদেশ ও চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
2024-04-17 18:51:39

ঢাকা, এপ্রিল ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়বে এবং সহযোগিতা জোরদার হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন চীনা রাষ্ট্রদূত।

সাংস্কৃতিক বিনিময়ে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই পক্ষ। তারা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সহযোগিতা বৃদ্ধি, উভয় দেশের সাংস্কৃতিক সমাজের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি, শিল্পী-সাহিত্যিকদের মধ্যে আদান প্রদান বৃদ্ধি  এবং ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনার ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেয়ার বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন। বৈঠকে বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

শান্তা/রহমান