সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার চীন ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের
2024-04-16 16:14:21

এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ অঙ্গীকার করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী সিলভি বাইপো-টেমন।

চীন সব সময় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রকে একটি ভাল বন্ধু ও অংশীদার হিসাবে বিবেচনা করে – একথা জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, আফ্রিকান দেশটিকে তার নিজের অবস্থার সঙ্গে মানানসই উন্নয়ন অন্বেষণে চীন সহায়তা দেবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার পক্ষে কথা বলবে।

তিনি বলেন, চীন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে কৌশলগত পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে গভীর করার জন্য কাজ করবে এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য যৌথভাবে প্রচেষ্টা চালাবে।

বাইপো-টেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার চীনা নীতির প্রশংসা করেন এবং জানান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং চীনের মূল স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে দেশটিকে সমর্থন করে।

বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনটি বৈশ্বিক উদ্যোগের বাস্তবায়নকে এগিয়ে নেওয়ার বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।

রহমান/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন