বেইজিংয়ে অ্যান্টিক বুক আর্কাইভ উদ্বোধন
2024-04-15 17:09:09

এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে ৪০ হাজারেরও  বেশি প্রাচীন বইয়ের সংগ্রহসহ একটি সংরক্ষণাগার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।

আর্কাইভটি পিপলস এডুকেশন প্রেস নামে চীনের একটি বিখ্যাত প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত। পাবলিশিং হাউসের একটি প্রেস রিলিজে বলা হয়েছে,  এর সংগ্রহে প্রধানত পাণ্ডুলিপি এবং প্রথাগত থ্রেড-বাউন্ড ফর্মে কাঠের ব্লক-প্রিন্টিং বই রয়েছে।

সংগ্রহে রয়েছে প্রাচীন ক্লাসিক, ইতিহাসের বই, সাহিত্যের বই এবং সেইসাথে ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের প্রথম দিকে প্রকাশিত স্কুল পাঠ্যপুস্তকের কিছু বিরল সংস্করণ।

প্রকাশনা সংস্থার প্রধান সম্পাদক ওয়াং রিছুন বলেন, প্রাচীন বই চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বাহক।

ওয়াং বলেন, আর্কাইভ তার সংগ্রহকে ডিজিটালাইজ করার এবং একাডেমিক গুরুত্বসহ বই পুনঃমুদ্রণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

শান্তা/মিম