ইসরায়েলে ২০১৮ সালের পর প্রথম আঞ্চলিক নিবার্চন
2024-02-28 16:52:17

ফেব্রুয়ারি ২৮: ইসরায়েলে গতকাল (মঙ্গলবার) আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ৭০ লাখ ভোটার ২০০টির বেশি গ্রাম ও শহরের মেয়র এবং স্থানীয় কাউন্সিলের সদস্য নির্বাচনে ভোট দিয়েছে।

ইসরায়েলের বিভিন্ন জায়গায় গতকাল সকালে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা ভোট হয়েছে। নির্বাচনের ফল আজ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এই আঞ্চলিক নির্বাচন ২৫ হাজার প্রার্থী অংশগ্রহণ করে।

ইসরালেয়ি পুলিশ গতকাল একটি প্রতিবেদনে জানায়, সেই দিনে মোট ১৯ হাজার পুলিশ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করে। পাশাপাশি, সৈন্যদের জন্য গাজা উপত্যকা, জর্ডান নদীর পশ্চিম তীর এবং লেবাননের সীমান্ত এলাকায় ৫৭০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়।

এই নির্বাচন ২০১৮ সালের পর ইসরায়েলে প্রথম আঞ্চলিক নির্বাচন। গত বছর অক্টোবরে ফিলিস্তিন-ইসরায়েল নতুন দফা সংর্ষের কারণে আঞ্চলিক নির্বাচনটি দুই বার স্থগিত করা হয়।

(অনুপমা/হাশিম)