২০২৪ সালের দুই অধিবেশনের সংবাদ কেন্দ্র চালু
2024-02-27 16:15:14

ফেব্রুয়ারি ২৭: ২০২৪ সালের চীনের দুই অধিবেশন উপলক্ষ্যে বেইজিংয়ের পশ্চিম ‘ছাংআন’ এভিনিউয়ের উত্তর দিকে মিডিয়া কেন্দ্র দুই অধিবেশনের সংবাদ কেন্দ্র আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন এবং চতুর্দশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পৃথক পৃথকভাবে আগামী ৫ ও ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। দুই অধিবেশনের সংবাদ কেন্দ্র থেকে জানা গেছে, বর্তমান নিবন্ধিত তিন সহস্রাধিক দেশি-বিদেশি সংবাদদাতাদের মধ্যে চীনের মূলভূভাগের সংখ্যা দুই সহস্রাধিক, হংকং ও ম্যকাও এবং বিদেশি সংবাদদাতার সংখ্যা এক হাজারের বেশি। নিবন্ধিত সংবাদদাতাদের মোট সংখ্যা সাম্প্রতিক বছরগুলোর চেয়ে স্পষ্টভাবে বেড়েছে। দুই অধিবেশনের সংবাদ কেন্দ্র উন্মুক্তকরণ ও সচ্ছল চেতনা কাজে লাগিয়ে দেশি-বিদেশি সংবাদদাতাদের সংবাদ পরিষেবা প্রদান করবে।

জানা গেছে, প্রেস রুম এবং সংবাদ কেন্দ্রের সাক্ষাত্কার রুম ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। ধারাবাহিক সাক্ষাত্কারগুলো সেখানে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে, ইন্টারনেটের মাধ্যমে দেশি-বিদেশি সংবাদদাতাদেরকে সুবিধাজনক সেবা দেবে সংবাদ কেন্দ্র; যেমন সংশ্লিষ্ট দলিলপত্রের বৈদ্যুতিন সংস্করণ দেওয়া। এজন্য সংবাদদাতাদের সরাসরি প্রেস রুমের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)