মার্কিন তেল ট্যাংকার ও যুদ্ধজাহাজে হুথি হামলা
2024-02-26 11:13:54


ফেব্রুয়ারি ২৬: ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারায়া গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেন, হুথি সশস্ত্র বাহিনী এডেন উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে যাত্রা করা বেশ কয়েক মার্কিন যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে।

মুখপাত্র আরও জানান, হুথি সশস্ত্র বাহিনী তেল ট্যাঙ্কার ‘মসোল’র ওপর হামলা চালিয়েছে। লোহিত সাগর এবং আরব সাগরে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে ‘আরো জোরালো আক্রমণে’র কথাও উল্লেখ করেন মুখপাত্র।

 

মার্কিন সেন্ট্রাল কমান্ড গত ২৪ ফেব্রুয়ারি বলেছে, মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার-‘ইউএসএস মেসন’ একটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে, যেটি ওইদিন বিকেলে তেল ট্যাঙ্কার ইউএসএস টমসোলকে আক্রমণ করার চেষ্টা করেছিল। হামলার কারণে টমসোল কিংবা মেসনে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

এদিকে, হুথি বাহিনীর নিয়ন্ত্রিত মাসিরা টিভি স্টেশন গতকাল (রোববার)  এক খবরে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানা, কেন্দ্রীয় তাইজ প্রদেশ এবং উত্তর হাজ্জাহ প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

(রুবি/হাশিম/মুক্তা)