রমজানে গাজায় হামলা চলতে থাকলে সংঘর্ষ এবং সংকট বাড়বে: জর্ডান
2024-02-26 11:16:40

ফেব্রুয়ারি ২৬: জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন গতকাল (রোববার) রাজধানী আম্মানে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ইসরায়েল রমজান মাসে গাজা এলাকার ওপর হামলা অব্যাহত রাখলে দু’পক্ষে সংঘর্ষ এবং মধ্যপ্রাচ্যে সংকট বাড়বে।

জর্ডানের রাজপ্রাসাদের এ দিন প্রকাশিত বিবৃতি অনুযায়ী, সাক্ষাত্কালে তিনি বলেন, যথাসাধ্য চেষ্টা চালিয়ে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের রক্ষা করা প্রয়োজন। জর্ডান গাজার জনসাধারণের জন্য মানবিক ত্রাণ ও চিতিত্সা সাহায্য দিয়ে যাবে।

আব্বাস বলেন, ফিলিস্তিন ও জর্ডান অব্যাহতভাবে ফিলিস্তিন বিষয়ে সমন্বয় ও পরামর্শ ঘনিষ্ঠতর করবে। জর্ডানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে। তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব পালন করারও আহ্বান জানান।

। (প্রেমা/হাশিম/শুয়েই)