বৃষ্টি, তুষার ও ঠান্ডা আবহাওয়া মোকাবিলায় চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার কমিটির জরুরি উদ্যোগ
2024-02-25 16:20:35

ফেব্রুয়ারি ২৫: চীনের হুপেই, হুনান ও কুইচৌসহ কিছু প্রদেশে বৃষ্টি, তুষার ও ঠান্ডা আবহাওয়া মোকাবিলায় গতকাল (শনিবার) চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার কমিটি কার্যালয়, জরুরি মোকাবিলা ব্যবস্থাপনা বিভাগ এবং চীনের আবহাওয়া ব্যুরো যৌথভাবে এক সম্মেলন আয়োজন করেছে।

আবহাওয়া ব্যুরো জানায়, এবারের বৃষ্টি ও তুষারজনিত চরম আবহাওয়ার কারণে তাপমাত্রা ব্যাপকভাবে নেমেছে। যা অতীতের একই সময়ের তুলনায় বেশি। চীনের কুইচৌ, হুনান ও হুপেইসহ সংশ্লিষ্ট স্থানে দুর্যোগের ঝুঁকি বেশি।

 

সম্মেলনে উল্লেখ করা হয়েছে যে, অব্যাহতভাবে সংশ্লিষ্ট বিভাগকে নেতৃত্ব দিতে হবে, যাতে বৃষ্টি ও তুষারের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমানো যায়। চীনের আনহুই প্রদেশের আমন্ত্রণে জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার কমিটি কার্যালয় চীনের শানতুং প্রদেশের ওয়েইফাং শহরের জরুরি মোকাবিলা ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় করে আনহুই প্রদেশের তুষার অপসারণের কাজ করবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)