এ বছর লংমার্চ ৫নং রকেট একাধিকবার উৎক্ষেপণ করা হবে
2024-02-24 18:29:07

ফেব্রুয়ারি ২৪: গতকাল (শুক্রবার) রাতে চীনের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে লংমার্চ ৫ নম্বর ইয়াও ৭ পরিবাহক রকেট সুষ্ঠুভাবে টেলিযোগাযোগ প্রযুক্তি পরীক্ষামূলক ১১নং উপগ্রহসহ মহাকাশে পাঠানো হয়েছে।

লংমার্চ ৫ নম্বর উৎক্ষেপণ যানবাহন হলো বর্তমানে চীনের বৃহত্তম নিম্ন তাপমাত্রার রকেট। এর উপ-প্রধান নকশাকার লৌ লু লিয়াং বলেন, এ বছরে লংমার্চ পরিবাহক রকেটটি চার-পাঁচবার উৎক্ষেপণ করা হবে।

উল্লেখ্য, এবারের টেলিযোগাযোগ প্রযুক্তি পরীক্ষা উপগ্রহ নং ১১ মূলত মাল্টি-ব্যান্ড, উচ্চ-গতির উপগ্রহ টেলিযোগাযোগ প্রযুক্তি যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে।

(ছাই/তৌহিদ)