গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন নিরাপত্তা পরিষদের সদস্যদেশের শক্তিশালী সিদ্ধান্ত: চীনা প্রতিনিধি
2024-02-23 11:42:53

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন নিরাপত্তা পরিষদের প্রকাশ্য সভায় জোর দিয়ে বলেন যে, গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন আন্তর্জাতিক সমাজের ব্যাপক আশাবাদ এবং নিরাপত্তা পরিষদের সদস্যদেশের শক্তিশালী সিদ্ধান্ত।

 

তিনি বলেন, দুই দিন আগে যুক্তরাষ্ট্রের নাকচ ভোটের কারণে গাজায় যুদ্ধবিরতির সুযোগ নষ্ট হয়ে যায়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা আন্তর্জাতিক সমাজের ব্যাপক মতৈক্য। মার্কিন পক্ষ এ বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে। তাই এ প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের দাবি ও নিরাপত্তা পরিষদের সদস্যদের মতৈক্যের প্রতি সম্মান করা উচিত।

 

তিনি আরো বলেন, গাজায় টানা ৪ মাসেরও বেশি সময় সংঘর্ষ চলছে, ১৫ লাখেরও বেশি মানুষ বাধ্য হয়ে রাফাহ্‌তে স্থানান্তর হয়েছে। যদি রাফাহ্‌য় ইসরায়লের সামরিক অভিযান শুরু হয়, তাহলে প্রচুর বেসামরিক মানুষ নিহত হবে এবং মানবিক দুর্যোগ সৃষ্টি হবে। চীন এর দৃঢ় প্রতিবাদ জানায়। ইসরায়লের উচিত গাজায় স্থল, সমুদ্র ও বিমান চ্যানেল খোলা রাখা, যাতে মানবিক ত্রাণকাজে সুবিধা দেওয়া যায় এবং উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

 

চীনা প্রতিনিধি চাং বলেন, ইসরায়লি রাজনীতিবিদরা বহুবারের মতো ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টা নাকচ করেছে, চীন তাতে উদ্বিগ্ন। গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব আন্তর্জাতিক ন্যায্যতার বটমলাইন এবং দু’পক্ষের সংঘর্ষ মোকাবিলার অপরিহার্য পদ্ধতি। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আশাবাদ পূরণ করতে হবে। জাতিসংঘের সদস্যদেশ হিসেবে ফিলিস্তিনকে সমর্থন দেয় চীন, যাতে ফিলিস্তিন ইস্যুটি সার্বিক ও ন্যায্যভাবে মোকাবিলা করা সম্ভব হয়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)