চীনের হুয়াং ইয়ান দ্বীপে ফিলিপিন্সের অবৈধ অনুপ্রবেশে চীনের বিরোধিতা
2024-02-23 17:09:18

ফেব্রুয়ারি ২৩: চীনের হুয়াং ইয়ান দ্বীপে অবৈধভাবে অনুপ্রবেশ করা ফিলিপিন্সের জাহাজের বিষয়ে চীনের কোস্ট গার্ড চীনের কঠোর মনোভাব প্রকাশ করেছে।

আজ (শুক্রবার) চীনের কোস্ট গার্ডের মুখপাত্র কান ইয়ু বলেন, বৃহস্পতি ও শুক্রবার, ফিলিপিন্সের ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক রিসোর্সেস ব্যুরোর জাহাজ-৩০০২ চীনের নির্দেশ ও সতর্কতা উপেক্ষা করে চীনের হুয়াং ইয়ান দ্বীপ সংলগ্ন জলসীমায় অনুপ্রবেশ করে। একাধিক সতর্কতা উপেক্ষা করার প্রেক্ষাপটে, চীনা কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তারা ফিলিপিন্সের জাহাজটিকে সীমানা থেকে বের করে দিয়েছে এবং আইন অনুযায়ী অপসারণ করেছে। চীনের ব্যবস্থাগুলো পেশাদার ও মানসম্মত, আইনের সংযত ব্যবহার ও যুক্তিসঙ্গত ছিল। অন্যদিকে, ফিলিপিন্সের আচরণ চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম গুরুতরভাবে ভঙ্গ করেছে।

 

চীন ফিলিপিন্সকে অবিলম্বে তার লঙ্ঘনমূলক আচরণ বন্ধ করার তাগিদ দেয়। চীনের আরো বেশি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করার অধিকার আছে। হুয়াং ইয়ান দ্বীপ এবং তার সংলগ্ন জলসীমায় চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে। চীনের কোস্ট গার্ড আইন অনুযায়ী চীনের জলসীমার অধিকার রক্ষা করবে, আইন প্রয়োগের কার্যক্রম পরিচালনা করবে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করবে এবং দৃঢ়ভাবে সামুদ্রিক অধিকার ও স্বার্থ নিশ্চিত করবে।

 

(শুয়েই/তৌহিদ/আকাশ)