বিশ্বব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে জাং উয়েন ছাইয়ের নিয়োগকে স্বাগত জানায় চীন
2024-02-21 18:10:35

ফেব্রুয়ারি ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্বব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে জাং উয়েন ছাইয়ের নিয়োগকে চীন স্বাগত জানায়।

মাও নিং বলেন, চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং বিশ্বব্যাংক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা। গত ৪০ বছরে, উভয়পক্ষ ঘনিষ্ঠ উন্নয়ন অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে এবং ফলপ্রসূ সহযোগিতা করেছে।

উন্নয়নশীল দেশগুলোকে টেকসই উন্নয়ন অর্জনে এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম করে তোলার জন্য, সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাংককে তার উন্নয়ন উদ্দেশ্য ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে চীন সহায়তা করছে বলে জানান মুখপাত্র।

মাও নিং বলেন, ‘আমরা বিশ্বব্যাংকের সাথে আমাদের সহযোগিতাকে আরও গভীর করতে এবং বৈশ্বিক দারিদ্র্য হ্রাস ও উন্নয়নে ইতিবাচক অবদান রাখার জন্য উন্মুখ।’

(জিনিয়া/হাশিম/শুয়েই)