অগ্রসর অঞ্চলে জমির উপাদান বৃদ্ধি এবং তৃণমূল স্তরের জরুরি ব্যবস্থাপনার ক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন সি চিন পিং
2024-02-21 10:41:56

ফেব্রুয়ারি ২১: চীনের অগ্রসর অঞ্চলে গুণগত মানসম্পন্ন উন্নয়নে জমিতে উপাদানের নিশ্চয়তা বৃদ্ধি এবং তৃণমূল স্তরে জরুরি ব্যবস্থাপনার ক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন সি চিন পিং। তিনি গত ১৯ ফেব্রুয়ারি সার্বিক সংস্কার গভীর করণ কমিশনের চতুর্থ অধিবেশনে এসব কথা বলেছেন।

অধিবেশনে সি চিন পিং বলেন, সামষ্টিক নীতি সুবিন্যস্ত করা, আঞ্চলিক উন্নয়নে আরও কার্যকর জমির ব্যবস্থা উন্নত করা, জমির উপাদানের যথার্থতা ও কার্যকারিতা উন্নয়নের মাধ্যমে সমন্বিত ও সুশৃঙ্খল উন্নয়ন কাঠামো গঠন করার জন্য অগ্রসর অঞ্চলে গুণগত মানসম্পন্ন উন্নয়নে জমি উপাদানের নিশ্চয়তার ক্ষমতা বৃদ্ধি করা যায়। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে সার্বিক সুবজায়নের রূপ নেওয়া বর্তমান পরিবেশগত সমস্যা সমাধানের ভিত্তি। তাই সার্বিকভাবে রূপান্তর, সমন্বিতভাবে রূপান্তর এবং উদ্ভাবন ও নিরাপত্তার মাধ্যমে রূপান্তর করতে হবে। সবুজায়নের তত্ত্বকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সব দিকে ব্যবহার করতে হবে। তৃণমূল স্তরের জরুরি ব্যবস্থাপনার দক্ষতাও উন্নীত করতে হবে, যাতে নানা দুর্যোগ জরুরিভাবে মোকাবিলা করা যায়।

অধিবেশনে বলা হয়েছে, আঞ্চলিক অর্থনৈতিক কাঠামো ও জমি ব্যবহার করতে হবে। বিভিন্ন স্থানের অবস্থান ও সম্পদ কাজে লাগিয়ে জমি প্রশাসনের ইউনিট ভাগ করতে হবে এবং সম্পদ উন্নয়ন ও ব্যবহারের স্তর উন্নত করতে হবে। যাতে অগ্রসর অঞ্চল দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে পারে।

অধিবেশনে আরও বলা হয়েছে, আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে সবুজ ও নিম্ন কার্বন ভিত্তিক গুণগতমানসম্পন্ন উন্নয়নের কাঠামো গঠন করতে হবে। সম্পদ সাশ্রয়ী ও পরিবেশ সংরক্ষণ-ভিত্তিক উত্পাদন ও জীবন-যাত্রার পদ্ধতি গড়তে হবে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, সার্বিকভাবে সংস্কার গভীর করার কমিশনের উপ-মহাপরিচালক লি ছিয়াং, ওয়াং হু নিং ও ছাই ছি এ অধিবেশনে উপস্থিত ছিলেন।

(রুবি/তৌহিদ/শিখা)