ইমানুয়েল ম্যাকখোঁ ও ওয়াং ই’র সাক্ষাত অনুষ্ঠিত
2024-02-21 10:34:33

ফেব্রুয়ারি ২১: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ গতকাল (মঙ্গলবার) প্যারিস সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাত করেছেন।

ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধান দৃঢ় পারস্পরিক আস্থা ও আন্তরিক মৈত্রী প্রতিষ্ঠা করেছেন, দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা উন্নয়নের বিষয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলেছেন।

তিনি আরো বলেন, চীন-ফ্রান্স বাস্তব সহযোগিতা দু’দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ কল্যাণ বয়ে এনেছে। চীন উচ্চমানের উন্নয়নে অবিচল রয়েছে, উচ্চমানের উন্মুক্তকরণ বেগবান করে এবং অব্যাহতভাবে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য বাজার খুলে দেবে।

ম্যাকখোঁ চীনের সঙ্গে চলতি বছর উচ্চ পর্যায়ের বিনিময়ের প্রত্যাশা করে বলেন, দু’পক্ষ ফ্রান্স-চীন কৌশলগত সংলাপকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট সি’র সঙ্গে পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করতে এবং অধিকতর স্থায়ী ঘনিষ্ঠ ফ্রান্স-চীন সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। ফ্রান্স সবসময় একচীন নীতি অনুসরণ করবে। বৈশ্বিক চ্যালেঞ্জের সামনে ফ্রান্স কৌশলগত স্বাতন্ত্র্যে অবিচল রয়েছে এবং চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করে, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়।

(প্রেমা/তৌহিদ/শিশির)