গাজার যুদ্ধবিরতির প্রতিবাদ গণহত্যায় সুযোগ সুবিধা দেওয়ার মতো: চীনা প্রতিনিধি
2024-02-21 11:59:44

ফেব্রুয়ারি ২১: গতকাল (মঙ্গলবার) আরব দেশগুলোর প্রতিনিধিত্ব করে আলজেরিয়ার উত্থাপিত ‘গাজায় মানবিক যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব’ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন করা হয়। তবে যুক্তরাষ্ট্র এর বিপক্ষে থাকায় খসড়াটি গৃহীত হয় নি। এ বিষয়ে চীনা প্রতিনিধি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ আচরণ গাজায় গণহত্যায় সুযোগ সুবিধা দেওয়ার মতো।

 

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন ভোটের পর চীনের পক্ষে মন্তব্য করে বলেন যে, গাজার যুদ্ধবিরতি খসড়া যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে গৃহীত না হওয়ায় হতাশ ও অসন্তুষ্ট চীন। এ খসড়ার মূল উদ্দেশ্য, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা, আটক বন্দীদের মুক্তি দেওয়া, মানবিক ত্রাণসামগ্রী প্রবেশ করানো এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের বাধ্যতামূলক স্থানান্তরের বিরোধিতা করা। এটি চলমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয়, তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্যদের সমর্থন করা উচিত। তবে, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের ‘নাকচ ভোট’ ভুল ইঙ্গিত দিয়েছে। ফলে গাজা পরিস্থিতি আরো ভয়াবহ ও বিপজ্জনক হবে।

 

তিনি আরো বলেন, চলমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির বিরোধিতা করার ফলে মধ্যপ্রাচ্যে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি হয় এবং যুদ্ধের পরিধি বিস্তৃত হয়েছে। নিরাপত্তা পরিষদের উচিত অবিলম্বে মধ্যপ্রাচ্যের এ দুর্যোগ বন্ধ করা। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা নিরাপত্তা পরিষদের দায়িত্ব এবং জাতিসংঘ সনদের কার্যকরিতার প্রতিফলন।

তিনি জোর দিয়ে বলেন যে, ইসরাইলকে আন্তর্জাতিক সমাজের দাবি বিবেচনা করে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার ওপর আক্রমণ বন্ধ করতে হবে, আন্তর্জাতিক সমাজকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গাজার জনগণের বেঁচে থাকার সুযোগ দিতে আহ্বান জানায় চীন, যাতে মধ্যপ্রাচ্যের জনগণ শান্তিপূর্ণ জীবন লাভ করে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)