লোহিত সাগরে এসকর্ট অপারেশন চালাবে ইইউ
2024-02-20 10:51:32

ফেব্রুয়ারি ২০: ব্যবসা ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করার জন্য গতকাল (সোমবার) ইউরোপীয় ইউনিয়ন পরিষদ লোহিত সাগর ও উপসাগর অঞ্চলের এসকর্ট অপারেশন চালানোর কথা ঘোষণা করেছে।

জানা গেছে, ‘শিল্ড’ নামের অপারেশনটি ‘এতদাঞ্চলে ইইউ নৌ-বাহিনীর অস্তিত্ব নিশ্চিত করা’ এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষার চেষ্টা করবে, বিশেষ করে বাণিজ্যতরীর স্বাধীন নৌভ্রমণ নিশ্চিত করবে।

ইইউ বলছে, অপারেশনটি বাব এল-মান্দেব ও হরমুজ প্রণালীর প্রধান সামুদ্রিক লাইন এবং লোহিত সাগর, এডেন উপসাগর, আরব সাগর, ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মতো আন্তর্জাতিক জলসীমায় হবে। অপারেশনটির পরিচালনা বিভাগ গ্রিসের লারিসায় অবস্থিত।
(প্রেমা/তৌহিদ/শিশির)