‘চীনের জয়-জয় ফলাফল প্রত্যাশী অবস্থান বিশ্বে স্থিতিশীলতা আনবে’
2024-02-19 19:09:54

ফেব্রুয়ারি ১৯: ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন যে, চীনের জয়-জয় ফলাফল প্রত্যাশী অবস্থান বিশ্বে স্থিতিশীলতা আনবে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রাক্তন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যারাঞ্চা গঞ্জালেস বলেন, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানকারী প্রত্যেকেই বিশ্বাস করেন যে উভয়ের জন্য ক্ষতির পরিস্থিতি এড়ানো উচিত। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার বক্তৃতায় এই বিষয়টির উপর জোর দিয়েছেন। আমি মনে করি এটি খুবই অর্থবহ।

হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের প্রতিষ্ঠাতা ডিন গ্রাহাম এলিসন বলেন, আমি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সান ফ্রান্সিসকো ভিশনে’র বিষয়বস্তুর সাথে একমত। দুই পক্ষই বুঝতে পারে যে তাদের একে অপরের সাথে অনেক মিল রয়েছে। যেখানে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে, শুধুমাত্র সহযোগিতার মাধ্যমেই জয়-জয় পরিস্থিতি অর্জন করা সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যে মতামত পেশ করেছেন তা অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং এটি চীনের দৃঢ় অবস্থান যা বহুবার পুনরাবৃত্তি করা হয়েছে।

গ্লোবালাইজেশন থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান ওয়াং হুই ইয়াও বলেন, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চীনের কণ্ঠস্বর শোনানো প্রয়োজন। কারণ এর মাধ্যমে চীনের চিন্তা-ভাবনা প্রকাশিত হবে, যা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে কিছু ইতিবাচক শক্তি যোগাবে এবং আরও গভীরভাবে জয়-জয় সহযোগিতার উন্নয়নের প্রচার করবে।

(জিনিয়া/হাশিম/ফেই)