চীনের ড্রাগন বছরের বসন্ত উৎসবে পর্যটন শিল্প ‘তুঙ্গে’
2024-02-19 16:54:16

ফেব্রুয়ারি ১৯: চলতি বছরে চীনের ড্রাগন বর্ষের বসন্ত উৎসবে সারা দেশে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। নাগরিকরা বাড়ি থেকে বেড়িয়েছে এবং পর্যটন বাজার বিশেষভাবে চাঙা হয়েছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের বসন্ত উৎসবের ছুটির সময় পর্যটকের সংখ্যা, ব্যয় এবং অন্যান্য উপাত্ত নতুন উচ্চতা পেয়েছে। চীনের সারা দেশে পর্যটকের সংখ্যা ছিল ৪৭ কোটি ৪০ লাখ পার্সন-টাইমস এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। পর্যটকদের মোট ব্যয় হয়েছে ৬৩২৬৮ কোটি ৭০ লাখ  ইউয়ান এবং এই ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৪৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের ভিতরে আগমন এবং বিদেশ ভ্রমণ ছিল ৬৮ লাখ ৩০ হাজার পার্সন-টাইমস, এর মধ্যে বিদেশি ৩৬ লাখ এবং দেশি ৩২ লাখ ৩০ হাজার । এই ড্রাগন বছরের বসন্ত উৎসবের ছুটিতে পর্যটন, ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় বসন্ত উৎসবের  ভ্রমণ-ছুটি উদযাপন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

 (অনুপমা/শান্তা)