সন্ত্রাসদমনে বিভিন্ন দেশের যৌথ চেষ্টা দরকার: চীনা প্রতিনিধি
2024-02-17 17:06:50

ফেব্রুয়ারি ১৭: যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হয়। এতে চীনা প্রতিনিধি বলেন যে, সব দেশের ঐক্য জোরদার করা উচিত এবং সন্ত্রাসবাদ মোকাবিলার প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত।

 

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেন যে, আন্তর্জাতিক সমাজের জন্য সন্ত্রাসবাদের হুমকি এখনও গুরুতর এবং লুকানো সন্ত্রাসবাদের ঝুঁকি দূর করা প্রয়োজন। যেহেতু ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাত ক্রমেই বাড়ছে, এর প্রভাবে অনেক দেশে ঘৃণামূলক অপরাধ বেড়েছে এবং সন্ত্রাসী হামলার ঝুঁকিও বাড়ছে। এ অবস্থা রোধ করতে যত তাড়াতাড়ি সম্ভব গাজায় যুদ্ধবিরতি বাস্তাবায়ন করা সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্য আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে, অবশ্যই ব্যাপক পদক্ষেপগুলো মেনে চলতে হবে এবং সন্ত্রাসবাদের মূল কারণগুলো নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)