‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের তৃতীয় সিজন শনিবার প্রচারিত হবে
2024-02-16 15:45:33

ফেব্রুয়ারি ১৬: ‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি’ শিরোনামে বড় আকারের ওমনি-মিডিয়া আদর্শিক ও তাত্ত্বিক বিশেষ অনুষ্ঠানের তৃতীয় সিজন আগামীকাল বা ১৭ ফেব্রুয়ারি থেকে চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি’র সিসিটিভি’র সার্বিক চ্যানেলে রাত ৮টায় প্রচারিত হবে। চায়না মিডিয়া গ্রুপ মোবাইলসহ বেশ কয়েকটি প্লাটফর্মে একই সঙ্গে তা প্রচার করা হবে।

বিশেষ এই অনুষ্ঠানের তৃতীয় সিজনে গুরুত্বপূর্ণ ভাষণ ও প্রবন্ধে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের উদ্ধৃত প্রাচীন বইয়ের ক্লাসিক উদ্ধৃতি ও কথাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে সাহিত্যিক উদ্ধৃতির অর্থ ও ঐতিহাসিক পটভূমি ফুটিয়ে তোলার ভিত্তিতে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনাকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নতুন চিন্তাধারা, মতামত ও মন্তব্যের ওপর ফোকাস করা হয়।

 

১২ পর্বের এ অনুষ্ঠানে যথাক্রমে ‘জনগণকে প্রথম স্থানে রাখা’, ‘সিপিসি’র নেতৃত্ব’, ‘মার্কসবাদের আধুনিকীকরণের সিনক্রোনাইজেশন’, ‘অভিন্ন সমৃদ্ধ’, ‘সার্বিকভাবে আইন অনুসারে দেশ শাসন’, ‘সংস্কৃতির নির্মাণ’, ‘প্রকৃতির সভ্যতা’, ‘জাতীয় নিরাপত্তা’সহ বিভিন্ন থিমের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান তৈরি’র ক্ষেত্রে তৃতীয় সিজনে ‘চিন্তাধারা প্লাস শিল্প প্লাস প্রযুক্তি’ এই সৃজনশীল সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানের প্রভাব বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

লিলি/তৌহিদ