বসন্ত উত্সবে চীন ও সিঙ্গাপুরের ২০ হাজারেরও বেশি মানুষ ভিসা-মুক্ত যাতায়াত করেছেন
2024-02-15 16:02:56

ফেব্রুয়ারি ১৫: চীন ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ছয় দিনে বসন্ত উৎসবের ছুটিসহ নানা কারণে দুই দেশের ২০ হাজারেরও বেশি মানুষ ভিসা-মুক্ত পদ্ধতিতে শাংহাই পুতোং বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন।

সিয়ে ল্য রোং নামে একজন চীনা পর্যটক বলেন, আগে প্রায় অর্ধেক মাস আগে ভিসা সংক্রান্ত নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতো। তারপর সিঙ্গাপুরে যেতে প্রায় কয়েকশ’ ইউয়ান রেনমিনপি দিয়ে ভিসা আবেদন করতে হতো। এখন ভিসা-মুক্ত নীতি খুবই সুবিধাজনক। চলতি বছরের বসন্ত উত্সবের ছুটিতে আমি পরিবারের সদস্যদের সঙ্গে সিঙ্গাপুর ভ্রমণ করেছি।

সিঙ্গাপুরের পর্যটকরা ভিসা-মুক্ত নীতির সুবিধা ভোগ করে চীনেও ভ্রমণ করছেন এই বসন্ত উত্সবের ছুটিতে।

 

ভিসা-মুক্ত চুক্তি অনুযায়ী, যদি দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই অন্য দেশে প্রবেশ করে, তারা পারিবারিক সফর, পর্যটন বা ব্যবসাসহ ব্যক্তিগত কাজ করতে পারে এবং তাদের অবস্থান ৩০ দিনের বেশি হতে পারবে না। যদি নাগরিকরা ৩০ দিনেরও বেশি সময় ধরে কাজ বা সংবাদ প্রতিবেদন বা ব্যক্তিগত বিষয়ে কাজ করতে অন্য দেশে যায়, তখন প্রাসঙ্গিক বিষয়ের ভিসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে।

লিলি/তৌহিদ