বিশ্ববাসীকে সঙ্গে নিয়ে সিএমজির বসন্ত উৎসব গালা উদযাপন
2024-02-09 20:05:01

ফেব্রুয়ারি ৯: আজ (শুক্রবার) চীনের চান্দ্রপঞ্জিকায় বসন্ত উৎসবের ‘ছুশি’। এদিন রাতে বেইজিং সময় রাত ৮টায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বসন্ত উৎসব গালা দেখবে বিশ্ববাসী।

টানা ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রবাসী চীনাদের জন্য একটি প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান এই বসন্ত উৎসব গালা। বিশেষ করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই উৎসব জাতিসংঘে ছুটি হিসেবে গৃহীত হওয়ায় এ বছর উৎসবের গালা আন্তর্জাতিক অঙ্গনেও হয়েছে তাৎপর্যময়।

১৯৮৩ সাল থেকে চীনের জাতীয় টেলিভিশনের উদ্যোগে চালু হয় বসন্ত উৎসব গালা। পরিবারের সদস্যদের সঙ্গে ‘চিয়াওজি’ তৈরি করা ও একসঙ্গে রাতের খাবার উপভোগ করার পাশাপাশি এই গালা উপভোগ করাটাও পরিণত হয়েছে রীতিতে।

এবারের বসন্ত উৎসব গালার মঞ্চে অতিথি হিসেবে থাকবেন চীনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেখানে নুডলস পাচক থেকে শুরু করে পুলিশ ও খেলোয়াড়রাও পরিবেশন করবেন নিজ নিজ গল্প। শেনচৌ ১৭ নভোযানের মহাকাশচারীদের সঙ্গে বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক গবেষকরা একসঙ্গে গান গাইবেন এবং তারা প্রাচীন চীনের ইতিহাস তুলে ধরবেন নতুন প্রযুক্তির মাধ্যমে। পাশাপাশি থাকবে শুভ ও মঙ্গল কামনা প্রকাশে বিশেষ ছবি আঁকার প্রক্রিয়া।

চলতি বছরের বসন্ত উৎসব গালায় থাকছে মোট ৪টি শাখা মঞ্চ। চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহর, হুনান প্রদেশের ছাংশা, শাআনসি প্রদেশের সি’আন এবং সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশি শহরে স্থাপন করা হয়েছে বসন্ত উৎসব গালার মঞ্চ।

বসন্ত উৎসব গালার ‘শেয়ার’ নৃত্যটি ইতোমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেটিজেন ও শিল্পীরা একসঙ্গে এ নাচের মাধ্যমে উদযাপন করছেন বসন্ত উৎসব। তারা আনন্দচিত্তে চীনা বসন্ত উৎসব ও চীনা সভ্যতার আমেজ অনুভব করছেন এবং আসন্ন বছরের প্রতি শুভকামনাও জানাচ্ছেন।

 

(সুবর্ণা/ফয়সল/মুক্তা)