শীতকালীন জাতীয় ক্রীড়ার প্রস্তুতি, এবারেরটি হবে দারুণ জমজমাট
2024-02-08 19:18:38

ফেব্রুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীতকালীন জাতীয় ক্রীড়ার ১৪তম আসরের সব প্রস্তুতি সম্পন্ন। এবারের আসর হবে এ যাবতকালে চীনে জাতীয় পর্যায়ে আয়োজিত শীতকালীন ক্রীড়ার সবচেয়ে বড় আয়োজন। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুন বুইর সিটিতে উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ বিশাল আয়োজন। ১৭৬টি ইভেন্ট, ১৬টি ডিসিপ্লিন এবং আটটি স্পোর্টস থাকবে এই আসরে।

উদ্বোধনী অনুষ্ঠানে চার হাজার অংশগ্রহণকারী থাকবেন। ক্রীড়াবিদ ও কোচদের ৩৫টি প্রতিনিধি দল উপস্থিত থাকবে। বরফ-তুষার ক্রীড়ার প্রতি গেল শীতকালীন অলিম্পিক আয়োজনের পর থেকেই বেশ মনোযোগ দিচ্ছে চীন।

বরফ-তুষার ক্রীড়া চীনের উত্তর ও মধ্য প্রদেশ ও অঞ্চলগুলোর শীতকালীন পর্যটন আকর্ষণকেও বাড়িয়ে তুলেছে।

শান্তা/ফয়সল