অ্যান্টার্কটিক ছিনলিং স্টেশনের নির্মাণকাজ সমাপ্তিতে সি’র অভিনন্দন
2024-02-07 17:07:08

ফেব্রুয়ারি ৭: চীনের অ্যান্টার্কটিক ছিনলিং স্টেশনের নির্মাণকাজ শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি আজ (বুধবার) এক বার্তায় তাদেরকে আসন্ন নববর্ষের শুভেচ্ছাও জানান। আজই স্টেশনটির নির্মাণকাজ শেষ হয় ও সেটির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়।

সি চিন পিং তার অভিনন্দনবার্তায় বলেন, চলতি বছর চীনের মেরু অভিযান শুরুর ৪০তম বার্ষিকী। বিগত ৪০ বছরে, সিপিসি’র নেতৃত্বে, চীনের মেরু উদ্যোগ ফলপ্রসূ হয়েছে। চীনের অ্যান্টার্কটিক ছিনলিং স্টেশনের সমাপ্তি চীন ও সারা বিশ্বের বিজ্ঞানীদের জন্য প্রকৃতির রহস্য অনুসন্ধানে সাহায্য করবে।

চীনের অ্যান্টার্কটিক ছিনলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান আজ (বুধবার) বেইজিংয়ের প্রধান ভেন্যু এবং অ্যান্টার্কটিক গ্রেট ওয়াল স্টেশন, অ্যান্টার্কটিক জুংশান স্টেশন, অ্যান্টার্কটিক ছিনলিং স্টেশন, আর্কটিক ইয়েলো রিভার স্টেশন, "স্নো ড্রাগন" জাহাজ এবং “স্নো ড্রাগন-২" জাহাজে একসাথে অনুষ্ঠিত হয়। চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং বেইজিংয়ের প্রধান ভেন্যুর অনুষ্ঠানে যোগ দেন, সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা পড়ে শোনান, নতুন স্টেশনের নামকরণ ও উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, চীনের অ্যান্টার্কটিক ছিনলিং স্টেশনটি রস সাগরের ফোর্ট দ্বীপে অবস্থিত। এটি অ্যান্টার্কটিকায় চীনের পঞ্চম গবেষণাকেন্দ্র।

 (ইয়াং/আলিম/হাইমান)