এক-চীন নীতি আন্তর্জাতিক সমাজের সাধারণ ঐকমত্য ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-02-07 11:20:52

ফেব্রুয়ারি৭: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, এক-চীন নীতি আন্তর্জাতিক সমাজের সাধারণ ঐকমত্য ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস ব্রিফিংয়ে গুয়াতেমালা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

সম্প্রতি গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রী মিডিয়াকে বলেন যে, গুয়াতেমালা চীনের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, কিন্তু তাইওয়ানের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বজায় রাখতে চায়।

এ নিয়ে মুখপাত্র বলেন, গণপ্রজাতন্ত্রী চীন সরকার চীনের একমাত্র আইনি সরকার, তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। এক-চীন নীতি হল চীন ও গুয়াতেমালাসহ সব দেশের সঙ্গে সহযোগিতার মৌলিক পূর্বশর্ত। গুয়াতেমালা সরকার ইতিহাসের ধারা অনুসরণ করবে বলে আশা করা যায়।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)