টেলিকম পরিষেবার মান উন্নয়নে চীনে ব্যবস্থা
2024-02-07 18:32:49

ফেব্রুয়ারি ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, চীনা কর্তৃপক্ষ ও টেলিকম অপারেটররা সম্প্রতি টেলিকম পরিষেবার মান উন্নত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যবস্থার ফলে বিদেশীরা চীনে ভ্রমণ, কাজকর্ম, অধ্যয়ন ও বসবাসের ক্ষেত্রে আরও সুবিধা পাবেন।

মুখপাত্র বলেন, চীন দেশী ও বিদেশীদের সুবিধার্থে, বিদ্যমান বিভিন্ন ব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে, চীনাদের বিদেশ ভ্রমণ আরও নিরাপদ ও সহজ করা এবং বিদেশীদের চীন সফরকে আরও সহজ ও নিরাপদ করা।

উল্লেখ্য, দেশে প্রবেশের সময় বিদেশীদের মোবাইল ফোন নম্বরের জন্য আবেদন করার সুবিধার্থে, চায়না টেলিকম, চায়না মোবাইল, চায়না ইউনিকম এবং অন্যান্য অপারেটর বেইজিং, সাংহাই, কুয়াংচৌ, খুনমিং, ছেংতু, শিয়ামেনের বিমানবন্দরগুলোতে ৯টি পরিষেবা আউটলেট যুক্ত করেছে। এ ছাড়া, বেইজিং, কুয়াংচৌ, শেনজেন, সি’আন, ছিংতাও এবং অন্যান্য শহরগুলোর মূল এলাকায় ৬টি নতুন পরিষেবা আউটলেট যুক্ত করা হয়েছে। (ইয়াং/আলিম/হাইমান)