চীনের চিয়াংসু প্রদেশে ৫.৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি
2024-02-05 20:22:50

ফেব্রুয়ারি ০৫, সিএমজি বাংলা ডেস্ক: গতবছর পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি তার আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ১২ দশমিক ৮২ ট্রিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

প্রাদেশিক গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনে এ তথ্য জানানো হয়েছে।

অধিবেশনে আরও জানানো হয়, গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু নিট আয় বছরে ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০ হাজার ৫০০ ইউয়ান এবং শহুরে বাসিন্দাদের মাথাপিছু আয় বছরে ৫ শতাংশ বেড়ে ৬৩ হাজার ২০০ ইউয়ান হয়েছে।

পাশাপাশি ২০২৩ সালের জিডিপিতে উৎপাদন খাত ৪ দশমিক ৬৬ ট্রিলিয়ন ইউয়ান রাজস্ব যোগ করেছে, যা প্রদেশের মোট জিডিপির ৩৬ দশমিক ৩ শতাংশ।

সরকারি বিভিন্ন উদ্যোগ ও নীতিমালা প্রণয়নের ফলে সব মিলিয়ে ৯৪ হাজারেরও বেশি প্রযুক্তি-ভিত্তিক ছোট ও মাঝারি আকারের শিল্প উদ্যোগ গড়ে উঠেছে। এর মধ্যে ৭৯৫টি নতুন উদ্যোগকে ‘লিটল জায়ান্ট’ ফার্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

চলতি বছরের জন্য চিয়াংসু প্রদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশের উপরে।

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি